দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতি নির্বাচনের আর দু দিন বাকি

দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে পরশু শুক্রবার। এ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত রং-বেরঙের ডিজিটাল ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে বাজার এলাকা। পোস্টারে মুড়িয়ে দেয়া হয়েছে গোটা বাজার। দিনভর ব্যবসায়ীদের মধ্যে যেন নির্বাচনের আলোচনাই লক্ষ্যণীয়। প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় নির্বাচনের বাতাস গরম হয়ে উঠেছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন। কয়েকদিন আগে এ নির্বাচনে কিছুটা ভাটা পড়লেও ফের চাঙ্গা হয়ে উঠেছে প্রার্থী ভোটার ও সমর্থকরা। পুরোদমে নির্বাচনের মাঠ চষা হচ্ছে। এ নির্বাচনে সভাপতি পদে মাঠে রয়েছেন- আশরাফুল আলম বাবু (মই), হাজি আব্দুর রাজ্জাক (হাতপাখা) ও সাবেক সভাপতি আব্দুল মোমিন (চেয়ার), সহসভাপতি পদে রফিকুল ইসলাম (মাছ), আনিছুর রহমান (মোরগ), সাধারণ সম্পাদক পদে কিবরিয়া আজম (ছাতা), সাইফুল ইসলাম সোহেল (চাঁদতারা), শফিকুল ইসলাম সেন্টু (গোলাপফুল), সহসম্পাদক পদে আশুতোষ বিশ্বাস (হরিণ), সফর উদ্দিন (আনারস), কোষাধ্যক্ষ পদে আব্দুর রাজ্জাক তরফদার শাহীন (টিউবওয়েল), তরিকুল ইসলাম (হারিকেন) দপ্তর সম্পাদক পদে আব্দুস সামাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫টি ওয়ার্ডের সদস্য পদে রয়েছেন- ১ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (টেবিল ফ্যান), তরিকুল ইসলাম (ডাব), দুলাল চন্দ্র সাহা (মোটরসাইকেল)। এছাড়া ২ নং ওয়ার্ডে মোমিন শরিফ, ৩ নং ওয়ার্ডে মফিজুর রহমান, ৪ নং ওয়ার্ডে রাকিবুল ইসলাম ও ৫ নং ওয়ার্ডে আক্তার হোসেন লালু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a comment