আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ গতকাল রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হামিদুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সাগর, সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, এম হাফিজ, ফিরোজ ইফতেখার, মুর্শিদ কলিন, নাজমূল হক, সাংবাদিক কেএ মান্নান, অনিক সাইফুল, মানোয়ার হোসেন, সাইফুল ইসলাম, রোকনুজ্জামান।
সাক্ষাতকালে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম থানা পুলিশের সাথে পূর্বের তিক্ত সম্পর্ক ভুলে নতুন করে পুলিশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে সাংবাদিকদের নিকট অনুরোধ রাখেন। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে তিনি আলমডাঙ্গা থানাকে সন্ত্রাসমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সকলের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি সব সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।