গাংনীতে ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ী গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে পুলিশের পৃথক দুটি অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বালিয়াট সড়কে ও সোমবার রাতে বানিয়াপুকুর গ্রামে ও পৃথক অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- কুষ্টিয়া জগতির আব্দুস সামাদের ছেলে আজিম উদ্দীন (৩০) ও বানিয়াপুকুর গ্রামের আহম্মদ আলীর ছেলে শমসের আলী (৫৫)।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, কাজিপুর গ্রাম থেকে দেহে ফেনসিডিল বেঁধে একটি বাইসাইকেলযোগে মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন আজিম। গোপন সংবাদের ভিত্তিতে পরীতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুবির সঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াঘাট এলাকা থেকে তাকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার মধ্যরাতে বানিয়াপুকুর গ্রামের শমসের আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ বোতল ফেনসিডিলসহ শমসেরকে গ্রেফতার করা হয়। দুজনের নামে পৃথক দুটি মাদকের মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হতে পারে।

Leave a comment