স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নেত্রকোনা আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ড. একেএম আবুল কাশেম মঙ্গলবার এ আদেশ দেন। আসামিরা হলো- আলী হোসেন ও মাবুদ। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ জুন অতিথপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাবনুর ওরফে ছুটনী (১০) বিদ্যালয় থেকে বাড়ি ফিরে আসার পর বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় আলী হোসেন (২৫) ও মামুদ হোসেন ওরফে মাবুদ ছুটনীকে একা পেয়ে ধর্ষণ করে। ছুটনী বিষয়টি বাড়িতে বলে দেয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে গলা কেটে পাটখেতে লাশ ফেলে রাখে।