স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের পানবাড়ি বিজিবি ক্যাম্প পরিদর্শন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল মঙ্গলবার পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর ও পানবাড়ি বিজিবি ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি সীমাস্ত হত্যা বন্ধে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া ছিটমহল বিনিময় চুক্তির ব্যাপারেও সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এ মন্ত্রী। বিজিবির পানবাড়ি বিওপি পরিদর্শনকালে বিজিবির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির এমপি আহালু ওয়ারিয়া, বিএসএফ’র মহাপরিচালক বিকে পাঠক, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজার রহমান, সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী ও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী। এদিকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে পানবাড়ি বিওপি ক্যাম্প সংলগ্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলের লোকজন বিক্ষোভ করে। তারা ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।