মাথাভাঙ্গা মনিটর: ধূমকেতু অতিক্রমের সময় কার্বন থেকে সৃষ্ট অনবরত ধূলাবালির আস্তরণে গ্রহ-বুধ’র (Mercury) ভূপৃষ্ঠ অন্ধকার হয়েছিলো। নতুন এক গবেষণা এ তথ্য জানা গেছে। বুধ খুবই অল্প আলো প্রতিফলিত করে কিন্তু এর ভূপৃষ্ঠ লোহায় আবৃত। খুব সম্ভবত অন্ধকার প্রকৃতি লোহার এক থেকে ১০০ ন্যানোমিটার আকৃতির মধ্যে অণুর উপস্থিতি বাদ দেয়ার কারণে এটা হয়। প্রথম, গবেষকরা নমুনা করেন কীভাবে ধূমকেতুকে অতিক্রম করে অধিক কার্বন-সমৃদ্ধ উপাদান বুধ গ্রহে রাখা যায়। পরে গবেষকরা কার্বনের অন্ধকার-হওয়ার প্রভাব নিশ্চিত করার জন্য চিনি-প্রলেপযু্ক্ত কালো আগ্নেয়শিলার মত রকেট নিক্ষেপ করে। বুধ গ্রহটি ছিল বিলিয়ন বছরের ধূমকেতুর ধূলিকণার ‘অঙ্কিত অন্ধকার’। এ ফলাফলের ধারনা সমর্থন করে গবেষণার ফলাফলটি দ্য জার্নাল ন্যাচার জিওসায়েন্সে প্রকাশিত হয়েছে।