গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে গাংনী থানার এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স শাহারবাটি বাজার থেকে এদেরকে গ্রেফতার করেন। এরা হচ্ছে- ওই গ্রামের আলেক চাঁদের ছেলে বাদশা (২৬), সামসুদ্দীনের ছেলে বিল্লাল হোসেন (২৮), আবুল কালামের ছেলে আরিফুল ইসলাম (৩০) ও মৃত আব্দুল হান্নান ফরাজীর ছেলে রিন্টু ফরাজী (৪৮)।
গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, শাহারবাটি বাজারের একটি ক্লাবের পাশে বসে কয়েকজন জুয়ো খেলা করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও বাদশা, বিল্লাল হোসেন, আরিফুল ইসলাম ও রিন্টু ফরাজী ধরা পড়ে। এদের কাছ থেকে জুয়ো খেলায় ব্যবহৃত এক সেট তাস ও ৭১৫ টাকা জব্দ করা হয়।