আলমডাঙ্গার কেদারনগরে প্রবাসীর বাড়ি দুর্ধর্ষ ডাকাতি

দু লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতদল

 

আলমডাঙ্গা ব্যরো: গত রোববার রাত ২টার দিকে আলমডাঙ্গার কেদারনগর গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতদল হানা দিয়েছে। বাড়ির লোকজনকে জিম্মি করে তারা দুটি সোনার চেন, দুটি রুপার চেন, ১ জোড়া কানের দুল, মোবাইলসেটসহ নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। বাড়ির লোকজনের মুখ বেঁধে ডাকাতদল ওই ডাকাতি সংঘটিত করে।

জানা গেছে, আলমডাঙ্গার কেদারনগর গ্রামের মৃত টেংরা আলীর ছেলে আলফাজ র্দীঘদিন ধরে বিদেশ থাকেন। তার ১ ছেলে গতরাতে বাড়ির মেরামত কাজ চলার কারণে পাশের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ডাকাতদল পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতি করে। ডাকাতরা যাওয়ার সময় বলে যায়, এ ডাকাতির কথা কাউকে বললে তোদের একমাত্র ছেলেকে মেরে ফেলা হবে। এ কারণে ওই বাড়ির লোকজন ভয়ে মুখ খুলতে পারেনি। তারা ভয়ে থানায় জিডি করতেও সাহস পায়নি।