ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর পরীক্ষা-২০১৩’র প্রধম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৯ এপ্রিল। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফ মোল্লা বলেন, নতুন ঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ৩, ৫ ও ৮ এপ্রিল কামিল স্নাতকোত্তর পরীক্ষা-২০১৩’র প্রথম পর্ব ও ৪, ৬ ও ৯ এপ্রিল কামিল স্নাতকোত্তর পরীক্ষা-২০১৩’র দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে। প্রসঙ্গত হরতালের কারণে এর আগে কয়েক দফা কামিল স্নাতকোত্তর পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়। এর আগে ৮ ও ৯ মার্চের স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হয়।