বগুড়ায় শিশুকন্যা খুন : অভাবী মা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: অভাবে পড়ে নিজের ৮ মাসের কন্যাশিশুকে হত্যা করেছে এক মা। বগুড়ার ধুনট উপজেলায় মাদারভিটা গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম সুলতানা। এ ঘটনায়  মা ফাইমা আক্তারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘুঘরাপাড়া গ্রামের আনোয়ার হোসেন আড়াই বছর আগে নিমগাছি গ্রামের ফাইমাকে বিয়ে করে। তাদের সংসারে কন্যাসন্তান জন্মগ্রহণ করার পর তাদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। আনোয়ার ঢাকায় রিকশা চালানোর উদ্দেশ্যে চলে যায়। বাধ্য হয়ে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতো ফাইমা। তিন মাস আগে নিমগাছি গ্রামে বাবার বাড়িতে চলে যায় ফাইমা। এরপর রোববার রাতে সন্তান সুলতানাকে নিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করেন। সেখানে তিনি সন্তানকে হত্যা করে লাশ ঘরে রেখে পালিয়ে যান।

Leave a comment