স্টাফ রিপোর্টার: মনোনয়নপত্র জমা দিতে এসে রোববার জরিমানা গুণলেন এক মেয়র প্রার্থী। ঘটনাটি ঘটেছে আগাঁরগাওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের ঢাকা উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে। জানা গেছে, ঘোড়ার গাড়িতে রোববার দুপুরে নিজের ছবিযুক্ত ব্যানার নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন মেয়র প্রার্থী মো. নাঈম হাসান। এ সময় রিটার্নিং অফিসারের কার্যালয়ে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী নাঈম হাসানকে ২০ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। আগাম প্রচারণার অভিযোগে তাকে এ জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ সাজা দেন। সারোয়ার আলম জানান, নাঈম হাসান মনোনয়নপত্র জমা দিতে তার ছবি সম্বলিত ব্যানারসহ ঘোড়ার গাড়ি নিয়ে আসেন। এটা একজন প্রার্থীর জন্য সুস্পস্ট আচরণবিধি লঙ্ঘন। এ জন্য তাকে ২০ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে জরিমানার টাকাসহ মনোনয়নপত্র জমা দেন এ প্রার্থী।