রংপুরে চেয়ারম্যান সমর্থক ও পুলিশের সংঘর্ষ : নিহত ১ : আহত ৩০

 

স্টাফ রিপোর্টার: রংপুরে সদ্যপুষ্কুনীতে ইউপি নির্বাচনের ভোট গণনা নিয়ে দু চেয়ারম্যান প্রার্থীর সমর্থক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। তবে পুলিশ একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও সংঘর্ষকারীদের একপক্ষের দাবি দুজন নিহত হয়েছে।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ৩টি ইউনিয়নে সকাল থেকে ভোটগ্রহণ শেষে বিকেলে ভোট গণনা নিয়ে পালিচড়া খান চৌধুরী দাখিল মাদরাসাকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিনের সমর্থকদের সাথে সোহেল রানার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ ব্যালটবাক্স নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে থাকলে মতিনের সমর্থকরা বাধা দেয়। এতে পুলিশ ও সোহেল রানার সমর্থকদের সাথে মতিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

তবে পুলিশ বলছে নিহত ১ জন। তার নাম লোকমান হোসেন। এদিকে আব্দুল মতিনের লোকজন দাবি করছেন নিহতের সংখ্যা ২। এছাড়াও গুরুতর আহত ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।