জীবননগর ব্যুরো: গতকাল রোববার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে বিজিবি-বিএফএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে মেদিনীপুর বিওপি কমান্ডার ও বিএসএফ’র পক্ষে টুঙ্গি ক্যাম্প কমান্ডার নেতৃত্ব প্রদান করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুরের ৬৩/৪ এস সীমানা পিলারের নিকটে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে মেদিনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার সামছুল আরেফিন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষে ও টুঙ্গি ক্যাম্প কমান্ডার এসআই মদন লাল ভারতের ১১৩ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব প্রদান করেন।