নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে তামাকঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে। হোগলডাঙ্গা গ্রামের মৃত মহাসীনের ছেলে মজিবার (৪৫) তার নিজ তামাকঘরে জাল দিচ্ছিলেন। অসাবধানতাবশত তামাকঘরের পাইপের সাথে জ্বালানির আঘাত লাগলে ভেতরে থাকা তামাকে আগুন লাগে এবং পুরো তামাকঘর আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৬৫ হাজার টাকার তামাকসহ ঘর পুড়ে যায়। পরবর্তীতে চুয়াডাঙ্গা দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।