সমিতির একাংশের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে এবং সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির একটি অংশ। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সালেহা আক্তার। তিনি বলেন, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করছি। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমরা দাবি বাস্তবায়নের অপেক্ষায় আছি। আশা করছি ঈদের আগেই দাবি পূরণের ঘোষণা আসবে। অন্যথায় ঈদের পর দাবি পূরণে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেন তিনি। সমিতির সভাপতি মো. আব্দুল আওয়াল তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি জাহিদুর রহমান বিশ্বাস, ঢাকা মহানগর সভাপতি মিজানুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মো. উজ্জ্বল মিয়া প্রমুখ। আওয়াল তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক শিক্ষকদের সাত দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে আসছি। আমরা আশাবাদী সরকার চলতি মাসের মধ্যে দাবি মেনে নেবে। এজন্য আমরা আন্দোলন স্থগিত রেখেছি। দাবি পূরণ না হলে পুনরায় আন্দোলন ছাড়া আর কোনো পথ থাকবে না।