মুজিবনগরে মুক্তিযোদ্ধা মোজাম্মেলের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যদায় দাফন

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপরের মুজিবনগর উপজেলা রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজেউন)। গত শনিবার সন্ধ্যা ৭টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি এক ছেলে ও দু মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় রামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহেরপুর পুলিশের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল, মুজিবনগর থানা ইনচার্জ কাজী আ. সালেক, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী হোসেন, সাংগঠনিক কমান্ডার জিএম মহাসিন, ত্রাণ কমান্ডার সাহাবুদ্দীন ও সাবেক ইউপি কমান্ডার হাজি আহসান আলী প্রমুখ। গতকাল ১০টায় তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a comment