ঢাকার ধানমণ্ডি লেকে রেলমন্ত্রীর বড় ভাইয়ের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার ধানমণ্ডি লেকের ধার থেকে রেলমন্ত্রী মুজিবুল হকের বড় ভাই এবিএম আব্দুল লতিফের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার এসআই কাজী শরিফুল ইসলাম। তিনি জানান, ধানমণ্ডি লেকে সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ময়নাতদন্তের ব্যাপারে তারা ভাবছেন না। রাতেই দাফন সম্পন্ন করা হবে বলে জানান। সে মতে কুমিল্লার পারিবারিক কবরে তাকে দাফনের কথা ছিলো।

Leave a comment