রাজশাহীর বাঘায় ছাত্র পেটানো সেই শিক্ষক জেলহাজতে

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডিপুর উচ্চবিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থীকে পেটানো সহকারী শিক্ষক মোহাম্মদ আলীকে জেলহাজতে পাঠানো হয়েছে। এক অভিভাবকের দায়ের করা মামলায় গতকাল রোববার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শনিবার রাতে শিক্ষকের মারপিটে আহত এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় একমাত্র আসামি করা হয়েছে সহকারী শিক্ষক মোহাম্মদ আলীকে। ওই মামলায় রোববার দুপুরের দিকে তাকে আদালতে নেয়া হয়। এছাড়া মামলাটির তদন্তভার দেয়া হয়েছে থানার এসআই মাকসুদুরে রহমানকে। উল্লেখ্য, বনভোজনের চাঁদা না দেয়ায় শনিবার দুপুরে চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৪২ শিক্ষার্থীকে পেটান সহকারী শিক্ষক মোহাম্মদ আলী। খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের মারপিট করে। এ সময় অভিভাবকদের শান্ত করতে এলে হামলার শিকার হন প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

Leave a comment