চুয়াডাঙ্গার কোটালী-উজলপুর সড়কে ছিনতাইয়ের এক বছর পরও উদ্ধার হয়নি মোটরসাইকেল

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের কোটালী-উজলপুর সড়কের চুলকানি বিলের ব্রিজের ওপর ছিনতাইকারীরা সাবেক ইউপি সদস্য আশরাফুল হক মাসুমকে  পিটিয়ে জখম করে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। ঘটনার এক বছর অতিবাহিত হলেও পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি।

জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ডিহিকৃষ্ণপুর গ্রামের আমীর হোসেনের ছেলে হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশরাফুল হক মাসুম (৩২) মোটরসাইকেলযোগে  দর্শনা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কোটালী-উজলপুর সড়কের চুলকানি বিলের ব্রিজের ওপর পৌঁছুলে ১০/১২ জনের একদল ছিনতাইকারী ব্রিজের ওপর বাঁশ দিয়ে পথরোধ করে মাসুমকে গামছা ও দড়ি দিয়ে বেঁধে মাঠের মধ্যে আখক্ষেতে নিয়ে যায়। তার কাছে থাকা নগদ ১১ হাজার টাকা, একটি ১৫০ সিসি হাঙ্গ মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। ঘটনার এক বছর অতিবাহিত হলেও প্রযুক্তির এ যুগে পুলিশ ছিনতাই হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনায় পুলিশ মাসুমের ব্যবহৃত মোবাইলফোনটি যশোর থেকে উদ্ধার করে।