স্টাফ রিপোর্টার: ২০১৫ বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে পড়লেও ‘সেরা দশ’র তালিকায় স্থান করে নিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ও ওপেনার মাহমুদউল্লাহ। সর্বোচ্চ রান স্কোরারের তালিকার ৯ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। আর সর্বোচ্চ ডিসমিসালের দিক থেকে মুশফিকুর রহিমের অবস্থান পঞ্চম। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার নয় নম্বরে থাকা মাহমুদউল্লাহর সংগ্রহ ৩৬৫ রান। বিশ্বকাপে তিনি ম্যাচ খেলেছেন ছয়টি। এক ম্যাচে তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১২৮। এ তালিকার ৫৪৭ রান করে শীর্ষে আছেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল। উইকেটের পেছনে দাঁড়িয়ে দুর্দান্ত ছিলেন মুশফিকও। আটটি ডিসমিসাল নিয়ে সর্বোচ্চ ডিসমিসাল তালিকায় যৌথভাবে পাঁচ নম্বরে আছেন তিনি। নিয়েছেন সাতটি ক্যাচ, করেছেন একটি স্ট্যাম্পিং। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে একাই নিয়েছিলেন চারটি ক্যাচ।