দামুড়হুদার নতিপোতা ও নাটুদাহ ইউপি নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুনর্গঠিত নতিপোতা ও নবগঠিত নাটুদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুর ২টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় দামুড়হুদা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার- রিটার্নিং অফিসার আবু দাউদ উপস্থিত ছিলেন।
এরপর দামুড়হুদা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে দুটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ১৯টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট পেপার, ভোটের বাক্স, সিলসহ প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়।
নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে রবিউল হাসান (টেবিল ফ্যান), আব্দুল আজিজ (দুটি পাতা), কামরুজ্জামান টুনু (তালগাছ) এবং মনিরুজ্জামান মনির (অটোরিকশা) লড়ছেন। এ ইউনিয়নে সংরক্ষিত তিনটি নারী সদস্য পদে নয়জন এবং নয়টি সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ১৩ হাজার ৪৩৩ ভোটারের ভোটগ্রহণের জন্য ১০টি ভোটকেন্দ্রে ৫০টি বুথ স্থাপন করা হয়েছে।
নাটুদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে ইয়াচ নবী (অটোরিকশা), শফিকুল ইসলাম (তালগাছ), ফজলুল হক (টেবিল ফ্যান), আব্দুল হালিম (ফ্রিজ), আব্দুল খালেক (রজনীগন্ধা), আব্দুল মালেক (দুটি পাতা), মাসুম আলী (সাহেবী টুপি), আমিনুল ইসলাম (পাগড়ি টুপি) এবং আলিম উদ্দিন (ঢোল) এবং সংরক্ষিত তিনটি নারী সদস্য পদে ১৩ জন ও নয়টি সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। এ ইউনিয়নে ১৩ হাজার ২৬৩ ভোটারের জন্য ৯টি ভোটকেন্দ্রে ৪৭টি বুথ স্থাপন করা হয়েছে।
২০০৩ সালে দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নতিপোতা ইউনিয়নকে ভেঙে নতিপোতা ও নাটুদাহ নামে দুটি ইউনিয়ন গঠিত হয়। দীর্ঘ ১২ বছর পর এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় ভোটারদের আগ্রহ বেড়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ২০ জন করে পুলিশ ও আনসার, চারটি স্ট্রাইকিং ফোর্স ও একটি স্ট্যান্ড বাই ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।
এছাড়া ভোটকেন্দ্রে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহকারী কমিশনার আবু তাহের মো. সামসুজ্জামান, ফারজানা খানম, আসিফুর রহমান, মুসফিকুল আলম হালিম, সোনিয়া হাসান ও মো. বদিউজ্জামান।
মতবিনিময়কালে দামুড়ুহুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান বলেন, প্রিসাইডিং অফিসারসহ অন্যরা নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করবেন। ভোটার ছাড়া নির্বাচন কেন্দ্রে কেউ যেন প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।