গাংনী প্রতিনিধি: গাঁজা সেবনের অপরাধে মেহেরপুরের গাংনীতে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর পৌনে বারোটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন নিজ কার্যালয়ে ওই রায় প্রদান করেন। দণ্ডিতদের মধ্যে বামন্দী বাজারের আরজ আলীর ছেলে সবুজকে (২২) দুই বছর, রতন লালের ছেলে মেঘা (২৫)ও বাওট গ্রামের রাকুল মণ্ডলের ছেলে রুবেলকে (২৩) এক বছর করে এবং বামন্দীর পলান বেদের ছেলে সত্য বেদকে (২৮) ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানান, শুক্রবার রাতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা বাওট মরা নদীর পাশ থেকে একশ গ্রাম গাঁজাসহ সবুজ, রুবেল ও মেগাকে আটক করে। এরা ঘটনাস্থলে বসে গাঁজা সেবন করছিলো। অপরদিকে বামন্দী ক্যাম্প পুলিশ সত্যবেদকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০’র ধারা (১৯)১ এর টেবিল ৭(ক) মোতাবেক দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে আরো উপস্থিত ছিলেন গাংনী থানার ইন্সেপেক্টর (ওসি তদন্ত) মুক্তার হোসেন, এসআই সুশান্ত ও এএসআই শাহাব উদ্দীন।
এর আগে একই অপরাধে সবুজকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি কারামুক্ত হয়ে আবারো সে মাদকব্যবসা ও সেবনে জড়িয়ে পড়ে বলে জানান পুলিশ। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, দণ্ডিত আসামিদেরকে গতকালই মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।