সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মুদি মালামাল বিক্রি করায় শাহা স্টোরের মালিককে দু হাজার ৫শ টাকা ও একই অপরাধে গৌতম স্টোরকে ৫ হাজার টাকা, লোভা স্টোরের মালিককে ১ হাজার টাকা ও সুলতানিয়া হোটেলের মালিক ২ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নোংরা পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে, বিশুদ্ধ খাদ্যআইনে ২৭২ ধারায় শাহা স্টোরের মালিককে ২ হাজার ৫শ টাকা, গৌতম স্টোরের মালিককে ৫ হাজার টাকা, লোভা স্টোরের মালিককে ১ হাজার টাকা, সুলতানিয়া হোটেলের মালিককে ২ হাজার ৫ টাকা জরিমানা আদায় করা হয়।