স্টাফ রিপোর্টার: মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের স্থগিত হওয়া একটি পরীক্ষার সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। বিএনপি-জামায়াত জোটের হরতালের কারণে মন্ত্রণালয় সময়সূচিতে এ পরিবর্তন আনে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণায়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, গত ১১ মার্চের স্থগিত হওয়া উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা আগামী ৩ এপ্রিল শুক্রবার সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত হবে। অবরোধ-হরতালে চলতি এসএসসি ও সমমানের সবগুলো অর্থাৎ, ১৬ দিনের ৩৬৮টি পরীক্ষা পেছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিনে শুক্র ও শনিবার নেয়া হচ্ছে।