স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অভিযোগ করেছেন, সিটি করপোরেশন নির্বাচনে গণভবন থেকে প্রার্থী ঘোষণাকে সংবিধানের লঙ্ঘন। তিনি বলেন, বাংলাদেশে এখন বিচার নাই। একজন প্রধানমন্ত্রী গণভবন থেকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারেন না। শনিবার মতিঝিলের ফুটপাতে শান্তির দাবিতে চলমান নিরবিচ্ছিন্ন অবস্থান কর্মসূচির ৬০তম দিন পূর্তি উপলক্ষে দুপুরে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় বিশিষ্ট নাগরিকরা কাদের সিদ্দিকীকে শুধু মতিঝিলে অবস্থান কর্মসূচি সীমাবদ্ধ না রেখে সারাদেশে এ শান্তির ডাক ছড়িয়ে দেয়ার অনুরোধ জানান। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আপনার বাবা বঙ্গবন্ধু সারাজীবন সরকারি প্রভাবমুক্ত নির্বাচন চেয়েছেন। আপনি গণভবনে ঢাকার গুণ্ডদের নিয়ে খাওয়াচ্ছেন। সরকারি টাকা খরচ করছেন। একদিন এর বিচার হবে। তিনি বলেন, সরকার সিটি নির্বাচন দিয়েছে আর সবাই সেই নির্বাচনে লাফিয়ে পড়ছে। তাহলে এতো মানুষ জীবন দিলো কেন? প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, পুলিশ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। তাহলে আইয়ুব খান, এরশাদও এখন পর্যন্ত ক্ষমতায় থাকতেন। সিটি নির্বাচনেও আপনি হারবেন। এ সময় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী বলেন, সরকার কথা শুনবে না। সরকার কানে তুলা দিয়েছে। পিঠে কুলা দিয়েছে। এ সরকার কঠিন সরকার। তিনি মতিঝিলে কর্মসূচি সীমাবদ্ধ না রেখে সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।