রামুতে ডাকাত সর্দার আটক
খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়া এলাকার সংঘবদ্ধ রুট ডাকাত দলের সর্দার ৫টি ডাকাতি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামী নুরুল হককে গতকাল রোববার ৬ অক্টোবর বিকেলে আটক করেছে পুলিশ। বিকেলে রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহার নির্দেশে এস আই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পানের ছড়া এলাকা থেকে ডাকাত সর্দার স্থানীয় মৃত আবুল হোসেনের পুত্র নুরুল হক (২৭) কে আটক করে। পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে । উল্লেখ যে ৪ অক্টোবর কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর পানের ছড়া ঢালায় সড়কে গাছ দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ডাকাতদল যানবাহনে ডাকাতি সংগঠিত করলে ব্যাপক সমলোচনার মুখে পড়ে হাইওয়ে পুলিশ। এ ঘটনার পর পরই রামু থানা পুলিশ ডাকাত গ্রেফতারে তৎপর হয়ে উঠে।