মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর জেলা প্রতিনিধি ঃ
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে পাথর বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে শফিকুল আলম (৪৫) নামে একজন চালক নিহত হয়েছে। এঘটনার পরেই মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। রবিবার সকাল ৯টার সময় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী বড় জগদল নামক এলাকায় দিনাজপুর থেকে বগুড়া গামী একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এঘটনায় পাথর চাপা পরে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এবিষয়ে দিনাজপুর পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, চালকটি হলো শফিকুল আলম (৪৫) পঞ্চগড় শহরের বাসিন্দা।