দামুড়হুদা বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় কমিটির সভাপতি অ্যাড. রফিকুল আলম রন্টু। বিশেষ অতিথি ছিলেন হাজি কুতুব উদ্দিন, আব্দুল মান্নানসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাজারপোতা মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উত্তরপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদরাসার শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীগণ। অনুষ্ঠানে ২০টি ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল মামুন, গোলাম সরোয়ার নান্নু ও সাহাবুদ্দিন শাহিন।

Leave a comment