খালেদ হোসেন টাপু,রামু
রামু চাকমারকুলের প্রবীন শিক্ষক মোঃ আবুল কাশেম বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। তিনি গতকাল ৬সেপ্টেম্বর বিকাল ৩টায় কক্্রবাজার ডিজিটাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাহ…………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান। তিনি কক্্রবাজার জেলা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর বড় ভাই ও কক্্রবাজার জেলার প্রথম জজ্ মরহুম আবু বক্কর ছিদ্দিকীর ছোট ভাই। আজ (সোমবার) দুপুরের নামাজের পর তেচ্ছিপুল জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামু কক্্রবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল রামু উপজেলা শাখা’র সদস্য সচিব আবু তালেব ছোটনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামু বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন রামু উপজেলা বিএনপি’র সভাপতি আহমেদুল হক চৌধুরী এমএ, সাধারন সম্পাদক এসএম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোহাম্মদ আবদুস শুকুর, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চাকমারকুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী হোসেন কোম্পানী, সাধারন সম্পাদক ফরিদুল আলম, উপজেলা যুবদল আহবায়ক ফোরকান আহমেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক জাবেদ ইকবাল, কায়সার কামাল শিমুল, কামাল উদ্দিন এমইউপি, আবু বক্কর ছিদ্দিক মাসুক, নুরুল আবছার এমইউপি, চাকমারকুল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার কামাল, সাধারন সম্পাদক নবী হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক কে,এম আজিজুল হক, রামু কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল কাশেম, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহনুর উদ্দিন বাবু, যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন, রেজাউল করিম টিপু, শফিকুর রহমান, আবদুর রহিম, সাখাওয়াত সুলতান হুমায়ন, চাকমারকুল ছাত্রদলের আহবায়ক আহমেদ ছৈয়দ ফরমান, ফতেখাঁরকুল সভাপতি জহির আলম, মিঠাছড়ি সভাপতি আনছারুল হক, রাজারকুল সভাপতি জাহেদুল হক, গর্জনিয়া সভাপতি দিদারুল আলম, কচ্ছপিয়া সভাপতি তৌহিদুল ইসলাম, রামু কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফুল হক, যুগ্ন আহবায়ক হুসনে মোবারক মিনার, রামু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়েজ উদ্দিন রাশেদ প্রমুখ। এদিকে আবু তালেব ছোটনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চামারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিদুল আলম, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টোসহ ইউপি সদস্যবৃন্দ।