অপহৃত দু বাংলাদেশিকে মুক্তি দিলো আইএস

মাথাভাঙ্গা মনিটর: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএস দু বাংলাদেশিকে মুক্তি দিয়েছে। হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে অপহরণের ১৮ দিন পর মুক্তি দিল আইএস জঙ্গিরা। গতকাল মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মুক্তি পাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য এই দুই বাংলাদেশীকে লিবিয়ার সিরাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুজনেই সুস্থ আছেন। আইএস জঙ্গিরা গত ৯ মার্চ লিবিয়ার সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে ১১ জন নিরাপত্তারক্ষীকে হত্যা করে। নিরাপত্তা বাহিনী ওই তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর নয়জন কর্মীর অপহৃত হওয়ার বিষয়টি জানা যায়। তাদের মধ্যে বাংলাদেশের দুজন ছাড়াও চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া ও ফিলিপাইনের নাগরিক ছিলেন। এর মধ্যে দুই বাংলাদেশীর মুক্তির বিষয়টি নিশ্চিত হল। বাংলাদেশি ওই দুই জনের মধ্যে আনোয়ারের বাড়ি নোয়াখালীতে এবং হেলালের জামালপুরে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেন ভালো আছেন। উদ্ধারের পর তাদের লিবিয়ার ত্রিপলি থেকে ৭০০ কিলোমিটার দূরে সিরাত হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শিগগিরই দুইজনই আগের কর্মক্ষেত্রে (সিরত শহরে অবস্থিত আল-গনি নামক একটি তেল ক্ষেত্র) ফিরে যাবেন। প্রসঙ্গত, সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গি দলটির হাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। গত এক বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মিশর, জর্ডান ও তুরস্কের অর্ধশতাধিক নাগরিককে জিম্মি করার পর তাদের শিরশ্ছেদ করে ইন্টারনেটে ভিডিও প্রকাশ করেছে এই সন্ত্রাসীরা।

Leave a comment