ঝিনাইদহে আ.লীগের সম্মেলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় এক নসিমনচালক নিহত

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে নাজমূল হোসেন (২২) নামে এক নসিমন চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত নাজমুল হোসেন শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের পূর্ব যোগীপাড়া গ্রামের মোকাদ্দেস মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, নাজমুল গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে নসিমনযোগে নিজ গ্রামে ফিরছিলেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে নসিমনটির সংঘর্ষ হয়। এতে চালক নাজমুল হোসেন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। পরে সেখানে তার মৃত্যু হয়।

২ নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, সম্মেলন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসেন নামে একজন মারা গেছেন। তার লাশ ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে রয়েছে।

Leave a comment