মেহেরপুর সীমান্ত পথে ১৩ নারী-পুরুষ বাংলাদেশে পুশব্যাক

মেহেরপুর অফিস: ভারতের দমদম জেলখানা থেকে মুক্তিপ্রাপ্ত ১৩ নারী-পুরুষকে বিএসএফ বুধবার ভোরে বাংলাদেশে পুশব্যাক করেছে। পুশব্যাক ১৩ নারী-পুরুষ দূরপাল্লার পরিবহণে করে নিজ জেলা ফরিদপুর ও বরিশালের উদ্দেশে রওনা দিলেও তারা জানাতে পারেনি মেহেরপুরের কোনো সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশব্যাক করছে।

বরিশাল জেলার গৌরিনদীর জগদীশ সরকারের ছেলে সঞ্জয় সরকার (৩০) ও বরিশাল জেলার আগলঝাড়ার বসন্ত গাইনের ছেলে শুকদেব গাইন (২১) জানান, ৭-৮ মাসে আগে তারা পাসপোর্ট ছাড়া ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে দমদম জেলখানা যান। সাজা শেষে সোমবার সকালে পুলিশ তাদের পুশব্যাকের জন্য বিএসএফ’র হাতে তুলে দেয়। বিএসএফ বিভিন্ন সীমান্ত ঘুরিয়ে তাদের মেহেরপুরের কোন এক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করেছে তাদের। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় দিকে তারা নিজ জেলার উদ্দেশে মেহেরপুর ত্যাগ করে।

Leave a comment