জীবননগরে ডায়রিয়া ও ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে

জীবননগর ব্যুরো: বৈরি আবহায়া জনিত কারণে জীবননগর উপজেলা জুড়ে ডায়রিয়া ও ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব পেয়েছে। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও ডায়রিয়া এবং ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিনে জীবননগরে এ রোগে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে স্বজনরা তাদের শিশুদের নিয়ে চিকিৎসা নিতে যাচ্ছেন প্রতিনিয়ত। বিশেষজ্ঞ চিকিৎকদের মতে, বৈরি আবহাওয়ার কারণে এ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে একটু সাবধানতা অবলম্বনের মাধ্যমে শিশুদের সঠিক পরিচর্যা করে ঠাণ্ডাজনিত রোগের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। সেই সাথে শিশুদের ঠাণ্ডা লাগার সাথে সাথে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, আবহাওয়া পরিবর্তনের সময় সাধারণত ঠাণ্ডাজনিত রোগ ও ডায়রিয়া আক্রান্তের হার বৃদ্ধি পায়। এ সময় ছোট ছোট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারাই বেশি আক্রান্ত হয়ে থাকে। এছাড়া বয়োবৃদ্ধরাও এসব রোগে আক্রান্ত হয়ে থাকেন। আবহাওয়া পরিবর্তনের কারণে সাধারণত নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

Leave a comment