স্টাফ রিপোর্টার: বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে সপ্তার রোববার থেকে বৃহস্পতিবার নিয়মিত হরতাল পালন করে এলেও ২৬ মার্চ সামনে রেখে এতে পরিবর্তন এনেছে বিএনপি জোট। তবে অনির্দিষ্টকালের অবরোধ বহাল থাকবে। মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে ২০ দলীয় জোটের গুম হওয়া নেতাকর্মীদের তাদের পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া, বিচারবহির্ভূত হত্যা, গণগ্রেফতার বন্ধের দাবিতে বুধবার দেশের জেলা, থানা, পৌরসভা ও মহানগরের থানায় থানায় এ বিক্ষোভ মিছিল করবে ২০ দল। তবে শিগিরিই সরকার নতুন আন্দোলন প্রত্যক্ষ করবে বলে সতর্ক করা হয় বিবৃতিতে। দেশের শতকরা ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন চায় দাবি করে বিবৃতিতে বুলু বলেন, সমগ্র জাতি আজ সেই লক্ষ্য পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত। জনগণ ন্যায়সঙ্গত আন্দোলনের বিজয় পতাকা উড়াবেই।