খবর:(বিএনপিসহ সব দল সিটি নির্বাচনে আসবে)
ভোটের হাওয়া ভীষণ হাওয়া
পেছন পেছন করে ধাওয়া
সকাল-বিকেল দোয়া চাওয়া
শিকেয় ওঠে নাওয়া খাওয়া।
প্রার্থী ছোটে পাড়ায় পাড়ায়
কতো লোকের বিপদ তাড়ায়
পুলিশ থেকে মানুষ ছাড়ায়
মানুষ দেখে দু হাত নাড়ায়।
ময়লা ছোটে কালো টাকার
চেলা-পেলার লম্বা আকার
সেলাম ঠোকে কাকি-কাকার
মেয়র হবেন উনি ঢাকার।
-আহাদ আলী মোল্লা