চুয়াডাঙ্গা পৌরসভায় ইপিআই ও আইভিপি টিকা সংযোজন উপলক্ষে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভায় ইপিআই কর্মসূচিতে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিভিসি) ও আইভিপি টিকা সংযোজন উপলক্ষে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌরসভা এ অ্যাডভোকেসি সভার আয়োজন করে।

চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটনের সভাপতিত্বে জেলার সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাউল হক ও মেডিকেল অফিসার ডা. এহসানুল হক মাসুম উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন- পৌরসভার সেনেটারি পরিদর্শক কামরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইপিআই সুপারভাইজার আলী হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন টিকাদান সুপারভাইজার আফরোজা পারভীন। এ সময় সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মুস্তাক আহমেদ, পৌর এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম বলেন, শিশুর বয়স যখন ৬ সপ্তা, ১০ সপ্তা ও ১৮ সপ্তা হবে ওই সময় ৩ ডোজ নিউমোকক্কাল নিউমোনিয়ার টিকাদান এবং ১৪ সপ্তার সময় আইভিপি টিকা প্রদান করতে হবে। সবকিছু স্বাস্থ্য বিভাগের একার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকগণ, পৌরসভার কর্মকর্তা-কর্মীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতায় কর্মসূচির বাস্তবায়ন করা হয়ে থাকে। আশা করবো নতুন ইপিআই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে আপনারা সহযোগিতা করবেন। শিগগিরই এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে।

Leave a comment