আইএস স্টাইলে মাস্টারপ্ল্যান

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় উপমহাদেশে ‘ইসলামী সাম্রাজ্য’ গড়তে জোটবদ্ধ হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের কয়েকটি জঙ্গি সংগঠন। লক্ষ্য নতুন একটি দেশ গঠন করা। বিশ্বব্যাপী হুমকি হয়ে ওঠা ভয়ঙ্কর সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) স্টাইলে মাস্টারপ্ল্যান নিয়েছে তারা। ইরাক-সিরিয়ায় ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা আইএস এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সহায়তাও দিচ্ছে। জোটের নাম দেওয়া হয়েছে ‘ইসলামিক ল অ্যান্ড ফোর্স অব হিন্দুস্তান’। জঙ্গি জোটের অন্যতম শরিক জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) চট্টগ্রামে বিশাল নেটওয়ার্কও গড়ে তুলেছে। সেখানে শতাধিক দোকান পরিচালনা করছে জেএমবি। বিভিন্ন স্থানে ফুটপাতেও দোকান পরিচালনা করছেন সংগঠনের সদস্যরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্রশিবিরের অনেক কর্মী। জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডার ও শিবিরের সাবেক নেতা এরশাদ হোসেন মামুন চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছেন। চট্টগ্রামের নিউ মনসুরাবাদ বাগানবাড়ি সংলগ্ন শাপলা মোড়ে রেললাইনের কাছে একটি বাসা থেকে গতকাল সকালে তাকে গ্রেফতার করে আকবর শাহ থানা পুলিশ। তার কাছ থেকে গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, গান পাউডার ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। মামুন এর আগে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে জেএমবিতে যোগ দেন। তার বাড়ি দিনাজপুরের বিরোল উপজেলার বালান্দরপুর গ্রামে। মামুন জানিয়েছেন, সামরিক অভ্যুত্থান ঘটিয়ে খেলাফত প্রতিষ্ঠা করে ইসলামী সাম্রাজ্য গড়তে এরই মধ্যে কাজ শুরু করেছে নতুন জোট। লক্ষ্য বাস্তবায়নে সার্বিক সহায়তা করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। জোটের হিটলিস্টে রয়েছেন সশস্ত্র বাহিনী ও র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার এস এম আবদুর রউফ বলেন, ‘মামুনকে গ্রেফতারের পর গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জঙ্গিদের খেলাফত প্রতিষ্ঠার তথ্যের ভিত্তিতে কাজ চালাবে পুলিশ।’ সূত্র জানায়, জঙ্গিদের এ জোটে রয়েছে হরকাতুল জিহাদ, হিজবুত তাহরীর, জেএমবি ও আনসার উল্লাহ বাংলা টিম। জোটের শীর্ষ নেতারা গত অক্টোবরে বাংলাদেশে গোপন বৈঠক করেছেন। সিরিয়ার নাগরিক আইএসের এক শীর্ষ নেতাও এতে উপস্থিত ছিলেন। মূলত ভারতীয় উপমহাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। বৈঠকের পর থেকে ই-মেইল ও মোবাইল ফোনে আইএস ও জঙ্গি জোটের শীর্ষ নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে

Leave a comment