স্টাফ রিপোর্টার: আগামী ২৮ মার্চ শুরু হচ্ছে না মুক্তিযোদ্ধার আবেদন ও সনদ যাচাই কার্যক্রম। মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করে চূড়ান্ত তালিকা প্রকাশ না করার বিষয়ে আদালতের দেয়া রুলের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। আদালতের কপি পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে এ বিষয়ে পুনরায় দিনক্ষন নির্ধারণ করা হবে। সোমবার জামুকার বৈঠকে অংশ নেয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান এসব তথ্য জানান। তিনি বলেন, জামুকার চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল সদস্য একমত হন যে আদালতের বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধার সনদ যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত থাকবে। গত ২৫ ফেব্রুয়ারি জামুকার সভায় সিদ্ধান্ত হয়- আগামী ২৮ মার্চ, ৪ ও ১১ এপ্রিল সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের। তিন দিনব্যাপি এ যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠন করারও কথা ছিলো।