স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে লড়তে মনোনয়নপত্র কিনেছেন ব্যবসায়ী নেতা আনিসুল হক, চলচ্চিত্র অভিনেত্রী সাবেক এমপি সারাহ বেগম কবরী। এদিকে দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন কারাগারে থাকা বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু। সোমবার বিকালে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন আনিসুল হক। এদিকে দলের সমর্থন না পেলেও ঢাকা উত্তর থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন নারায়ণগঞ্জের সাবেক এমপি সারাহ বেগম কবরী। গত রোববার প্রতিনিধি পাঠিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু। ঢাকার দু সিটি নির্বাচনে অংশ নিতে এ পর্যন্ত একডজনেরও বেশি মনোনয়নপত্র নিয়েছেন আগ্রহী প্রার্থীরা। তবে এখনও কেউ তা জমা দেননি। আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।