গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার দেবীপুর গ্রামে গতরাতে এক অভিযানে ২শ গ্রাম গাঁজাসহ দু মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- দেবীপুর গ্রামের মধ্যপাড়ার খবির উদ্দীনের ছেলে কবলুস (২৮) ও দেবীপুর ভিটাপাড়ার কোরবান আলীর ছেলে বদু আলী (৩৫)। দুজনেই চিহ্নিত মাদকব্যবসায়ী বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী গাংনী থানার এএসআই আব্দুল হান্নান।
এএসআই আব্দুল হান্নান জানান, গাঁজা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুজনের নামে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে একই অভিযান দল সন্ধ্যায় মেহেরপুর শহরের কাথুলী সড়কে অভিযান চালিয়ে গাংনীর কাথুলী গ্রামের ফারুক হোসেনকে (২৫) গ্রেফতার করেছে। তার নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান এএসআই আব্দুল হান্নান।