গাংনী প্রতিনিধি: ২৫ বোতল ফেনসিডিলসসহ বিদ্যুত (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টিম তাকে নওদাপাড়া গ্রাম থেকে আটক করে। সে কাজীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গতকাল রোববার সকালে তাকে মামলাসহ মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) মোকতার হোসেন জানান, বিদ্যুত সীমান্ত এলাকার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। সে তার সঙ্গী আনিছুর ও ঝন্টু কাজীপুর সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে পীরতলা গ্রামের দিকে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে আনিছুর ও ঝন্টু পালিয়ে গেলেও আটক হয় বিদ্যুত। পরে তার দেহ তল্লাশি করে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে তিনজনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়।