পূবালী ব্যাংক সরোজগঞ্জ শাখার নতুন ভবনে কার্যক্রম উদ্বোধন

 

সরোজগঞ্জ প্রতিনিধি: পূবালী ব্যাংক সরোজগঞ্জ শাখার নতুন ভবনে কার্যক্রম পরিচালনার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় নতুন ভবনে কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক খুলনা আঞ্চলিক মহাব্যবস্থাপক হুমাযুন কবির। উদ্বোধন শেষে সরোজগঞ্জ শাখা ব্যবস্থাপক শেখ মো. মারুফ হাসানের সভাপতিত্বে মতবিনময় বক্তব্য রাখেন হুমায়ুন কবির, সহকারী মহাব্যবস্থাপক কানিজ ফাতেমা, চুয়াডাঙ্গা এসপিও শাখা ব্যবস্থাপক মীর আলীম উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, সাবেক চেয়ারম্যান হাজি মহাসিন আলী মালিতা, সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামসুল আলম, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, জেলা ইটভাটা মালিক সমিতির সম্পাদক আব্দুল মোত্তালিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জুনিয়র অফিসার মাজেদুর রহমান।