জীবননগরে আনন্দমেলার নামে নগ্ননৃত্য ও জুয়ো খেলার প্রস্তুতি

 

জীবননগর ব্যুরে: জীবননগরে আনন্দমেলার নামে নগ্ননৃত্য ও জুয়ো খেলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে বলা হয়েছে, জীবননগর উপজেলার বাড়ভাঙ্গা নামক স্থানে আনন্দ মেলার আয়োজন করা হচ্ছে। এর আগে মাত্র দেড় মাস পূর্বে এখান থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে মনোহরপুরের শিমুলতলায় একই নামে আনন্দ মেলার আয়োজন করা হয়। সেখানে মেলার নামে জুয়োর জমজমাট আসর ও পুতুল খেলার নামে নগ্ননৃত্যের আয়োজন করা হয়েছিলো। ওই মেলাকে কেন্দ্র করে মনোহরপুর আবাসনের মসজিদের দানবাক্স চুরিসহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। সেই সাথে জুয়োয় মত্ত হয়ে নষ্টের পথে ধাবিত হয় এলাকার তরুণ ও যুবসমাজ। এসএসসি পরীক্ষা শুরুর প্রাক্কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ মেলা ভেঙে দিয়ে এলাকার তরুণ ও যুবসমাজকে অবক্ষয়ের হাত হতে রক্ষা করেছিলেন। কিন্তু আবারো জীবননগর আদর্শ মহিলা কলেজের শিক্ষার উন্নয়নের নামে জীবননগর বাড়ভাঙ্গায় আনন্দ মেলার আয়োজন করা হচ্ছে। এ অবস্থায় রফিকুল ইসলাম নামে অভিযোগকারী ওই আনন্দ মেলা বন্ধের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মেলার অনুমতি দেয়া হলে স্থানীয় প্রশাসন তো চিঠি পেতো।