অস্ট্রেলিয়ায় জিরো ডিগ্রি

স্টাফ রিপোর্টার: এই প্রথম দেশের বাইরে প্রদর্শিত হবে অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রি চলচ্চিত্রটি। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনির কয়েকটি থিয়েটার হলে প্রদর্শিত হবে ছবিটি। এ কারণে ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ছবিটির প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ। মাহফুজ বলেন, ছবিটির চিত্রায়নের সময় থেকেই অস্ট্রেলিয়ায় এর প্রদর্শনের পরিকল্পনা ছিলো। অস্ট্রেলিয়ান লেবার পার্টি বাঙালি কমিউনিটিকে এ ছবিটিকে দেখানোর ইচ্ছা প্রকাশ করেছিল বলে আশাবাদী হয়ে উঠেছিলাম। স্বদেশীদের মতো প্রবাসীদেরও জিরো ডিগ্রি ছবিটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তিনজন খুনির আত্মকথন ও অপরাধবোধের গল্প নিয়ে থ্রিলারধর্মী এ ছবিতে অভিনয় করেছেন মাহফুজ, জয়া আহসান, রুহী প্রমুখ।