বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ঘোষণা

স্টাফ রিপোর্টার: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬’র বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতকাল রোববার ঘোষণা করা ২৩ জনের দলে আবাহনী লিমিটেডের খেলোয়াড়ই বেশি। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটির আটজন ফুটবলার ঠাঁই পেয়েছে।
উজবেকিস্তান, সিরিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশ- এ চার দল নিয়ে আগামী শুক্রবার থেকে ঢাকায় শুরু হবে এই বাছাই পর্ব। ৩১ মার্চ শেষ হবে এ আসর।
বাংলাদেশ দল: রায়হান হাসান, ইয়াছিন খান, সোহেল রানা, রুবেল মিয়া, মোহাম্মদ তকলিস আহমেদ (শেখ জামাল ধানমণ্ডি ক্লাব), নাহিদুল ইসলাম নাহিদ, আতিকুর রহমান ফাহাদ, শাহেদুল আলম শাহেদ, আমিনুর রহমান সজিব, সাকিল আহমেদ, টুটুল হোসেন বাদশা, ওমর ফারুক বাবু, ওয়াহেদ আহমেদ (আবাহনী লি. ঢাকা), রাসেল মাহমুদ, তপু বর্মন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ইউসুফ সিফাত (শেখ রাসেল ক্রীড়া চক্র), নুরুল নাইম ফয়সাল, জুয়েল রানা, হোসেন সুজন (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মোহাম্মদ মেজবাহ উদ্দিন, কায়সার আলী রাব্বি (ব্রাদার্স ইউনিয়ন) ও মোহাম্মদ নাঈম (টিম বিজেএমসি)।