ঢাকার শাহজাহানপুরে ৱ্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুরে ৱ্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মোবারক উল্লাহ মন্টি (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দু রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি ৱ্যাবের। রোববার ভোর ৩টার দিকে টিটিপাড়া সুইপার কলোনি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ৱ্যাব-৩’র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ৱ্যাবের এ কর্মকর্তা জানান, নিহত মন্টি ফকিরাপুলে সুমি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহজনক আসামি ছিলেন। ওই ঘটনায় জাহাঙ্গীর নামে এক আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে মন্টিকে আটকের জন্য অভিযান চালানো হয়। এ সময় মন্টি ও তার সহযোগীরা ৱ্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে ৱ্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এতে মন্টি গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যায়।