কেরুজ চিনিকলের এমডি আজিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা

নবাগত এমডি হাজি আরশাদ হোসেনকে বরণ
দর্শনা অফিস: কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত ব্যবস্থাপনা পরিচালক হাজি আরশাদ হোসেনকে বরণ করেছেন মিলের কর্মকর্তারা।
জানা গেছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর কুষ্টিয়া সুগার মিল থেকে বদলি হয়ে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছিলেন কৃষিবিদ আজিজুর রহমান। টানা প্রায় দেড় বছর সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। আজ ২২ মার্চ তিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সদর দপ্তরে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করবেন। গতকাল শনিবার সন্ধ্যায় কেরুজ চিনিকলের অফিসার্স ক্লাবে কৃষিবিদ আজিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছাসহ বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন কর্মকর্তারা। অফিসার্স ও মহিলা ক্লাবের যৌথ আয়োজনে বিদায়ী অনুষ্ঠানে নবাগত ব্যবস্থাপনা পরিচালক হাজি এবিএম আরশাদ হোসেনকে ফুল দিয়ে বরণ করেছেন কর্মকর্তারা। নাটোর সুগার মিল থেকে বদলি হয়ে হাজি আরশাদ হোসেন কেরুজ চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আজ রোববার প্রথম অফিস করবেন। মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামালের সভাপতিত্বে বিদায় ও সংবর্ধনুষ্ঠানে আলোচনা করেন- মহাব্যবস্থাপক (কারখানা) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) আব্দুল কুদ্দুস, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রসাশন) মনোয়ার হোসেন প্রমুখ।

Leave a comment