আজ ফিরছে : মাশরাফিদের রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ কোয়াটার ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও বুক উঁচু করেই দেশে আসছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওই ম্যাচে তারা হারেনি। আইসিসির ষড়যন্ত্রে তাদেরকে হারানো হয়েছে। এটা শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। সে কারণে হেরেও গর্বে বুক উঁচু করেই দেশে ফিরছেন মাশরাফিরা।

এদিকে বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে। গতকাল শনিবার বাংলাদেশ সময় দুপুরে মেলবোর্ন থেকে বিমানে ওঠে টিম বাংলাদেশ। এর আগে সকাল সাড়ে ৯টায় হোটেল ছাড়েন তারা। জানা গেছে, মেলবোর্ন থেকে যে ফ্লাইটে করে বাংলাদেশের ক্রিকেটাররা আসার কথা রয়েছে সেটি যাত্রা বিরতি করবে দুবাইতে। সেখান থেকে আজ রোববার সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার কথা মাশরাফিদের।

কোয়ার্টারে আইসিসি, আম্পায়ারদের ষড়যন্ত্রের কারণে ভারতকে জিতিয়ে দেয়া হয়। মেলবোর্নে ম্যাচ নামে প্রহসন আয়োজন করে আইসিসি। সেই প্রহসনে বাংলাদেশকে বিদায় করে সেমিতে উত্তীর্ণ হয় ভারত। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতে ২৪ জানুয়ারি দেশ ছেড়ে ছিলো বাংলাদেশ দল। সেখানে গিয়ে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এরপর বিশ্বকাপ। বিশ্বকাপে প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পল্লাটাই ভারী টাইগারদের। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন। টানা দু ম্যাচে সেঞ্চুরি করে ১৯৯৬ বিশ্বকাপে মার্ক ওয়াহর করা রেকর্ড ছুঁয়েছেন। বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে। বিভিন্ন সংগঠন ও ক্রিকেট ভক্তরা ভিড় করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিকেলে সেখান থেকে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে আসা হবে। দেয়া হবে রাজকীয় সংবর্ধনা। ধারণা করা হচ্ছে খেলোয়াড়দের সংবর্ধনা জানাতে ১০ হাজারের মতো ক্রিকেট ভক্ত ভীড় করতে পারে। রাষ্ট্রীয়ভাবেও খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার কথা রয়েছে। সেটা কবে হবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ২০১৫ সালের ১১তম বিশ্বকাপে বাংলদেশ মোট ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় তিনটিতে ও হেরেছে তিনটিতে। সবগুলো ম্যাচেই যেন জয়ের ক্ষুধা কাজ করেছে টাইগারদের মধ্যে। আর অস্ট্রেলিয়ার সাথে গ্রুপ পর্বে তালিকাভুক্ত একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আগামী এপ্রিলে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছ।

Leave a comment