মাথাভাঙ্গা মনিটর: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির বিক্ষুব্ধ সমর্থকদের ওপর আবারও গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত ও বহু লোক আহত হয়েছে। গত শুক্রবার ইখওয়ানুল মুসলিমিনের হাজার হাজার নেতাকর্মী জুমার নামাজের পর রাজপথে বিক্ষোভ দেখান। প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল করার দাবিতে তারা এ বিক্ষোভ করেন। এ সময় সেনাবাহিনী বরাবরের মতো গুলি চালালে বিক্ষোভকারীদের পাঁচজন নিহত হন। কায়রোর দুটি এলাকায় সেনাবাহিনী ও দাঙ্গা পুলিশের নির্বিচার গুলিবর্ষণে পাঁচজন নিহত হওয়া ছাড়াও কয়েক ডজন মানুষ আহত হয়। বিক্ষোভকারীরা ঐতিহাসিক তাহরির স্কয়ারে সমবেত হতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।