মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ সোমালিয়ার বারায়ে শহরে আল-শাবাবের ঘাঁটিতে হামলা চালিয়েছে বিদেশি বাহিনী। সাগর থেকে এ হামলা চালানো হয়। ইসলামী জঙ্গি গোষ্ঠি হিসেবে পরিচিত আল-শাবাবের এক মুখপাত্র সংবাদ সংস্থা জানায়, এ অতর্কিত হামলায় তাদের এক যোদ্ধা নিহত হয়েছে। আল-শাবাব নিয়ন্ত্রিত শহরটির এক বাসিন্দা বলেন, খুব ভোরে ভারী গুলিবর্ষণের শব্দে আমার ঘুম ভেঙে যায়। গত মাসে কেনিয়ার ওয়েস্টগেট শপিংমলে হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। ২১ সেপ্টেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে শপিংমলে হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সোমালিয়ার এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, হামলাকারীদের পেছনে বেশ ক্ষমতাধর বিদেশি শক্তি রয়েছে। কোন দেশ হামলা চালাতে পারে সেটা এখনও নিশ্চিত নয়। সাম্প্রতিক অতীতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিশেষ বাহিনী সোমালিয়ার উপকূলে হামলা চালিয়েছিলো। আল-শাবাব এ হামলার জন্য পাশ্চত্য শক্তিকেই দায়ী করেছে।